ভিতরে

লালমোহনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

ভোলা, ১৫ মার্চ, ২০২১ : জেলার লালমোহন উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভায় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি’র বক্তব্য রোখেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন প্রমূখ ।
প্রধান অতিথি’র বক্তব্যে এমপি শাওন বলেন, জাতির পিতার জীবনাদর্শন দেশের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগ ও দেশপ্রেম সঠিকভাবে জানাতে হবে। জাতির পিতার জীবনদর্শনই নতুন প্রজন্মকে দেশপ্রেমে উজ্জ্বীবিত করবে। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কবিতা আবৃত্তি

জয়পুরহাটের আলু যাচ্ছে বিদেশে