সুমন খানের বোলিং ও দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং দৃঢ়তায় আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ ইর্মাজিং দল। আজ সিরিজের সিরিজের চতুর্থ ম্যাচে সফরকারী আয়ারল্যান্ড উলভসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড উলভস। বাংলাদেশ বোলারদের সামনে বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ৪৬ দশমিক ২ ওভারে ১৮২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তিন নম্বরে নামা মার্ক আইডায়ার। এছাড়া রুহান প্রিটোরিয়াস ৩৫ এবং গ্রাহাম হোম অপরাজিত ২৯ রান করেন।
বাংলাদেশের পক্ষে বল হাতে সফল ছিলেন সুমন। ৩১ রান খর্চায় ৪ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম মুগ্ধ-সাইফ হাসান।
জবাবে ১৮৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ ইর্মাজিং দল। ১০ রানে ২ উইকেট হারায় তারা। ২ রান করে থামেন ওপেনার তানজিদ তামিম। ইয়াসির আলিও ২ রানের বেশি করতে পারেননি।
শুরুর ধাক্কায় ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ ইর্মাজিং দলকে লড়াইয়ে ফেরান হৃদয় ও জয়। উইকেটে সেট হয়ে আয়ারল্যান্ডের বোলারদের ওপর ব্যাট হাতে ছড়ি ঘুড়ান হৃদয়-জয়। দু’জনের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে আর কোন উইকেটের পতন ঘটেনি।
তৃতীয় উইকেটে ১৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হৃদয়-জয়। এতে ৪১ দশমিক ৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ১৩৫ বলে ৮টি বাউন্ডারিতে ৮০ রানে অপরাজিত থাকেন জয়। ৯৭ বলে ৯টি চারে অনবদ্য ৮৮ রান করেন হৃদয়। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সুমন।
সিরিজের প্রথম ওয়ানডে করোনার কান্ডে বাতিল হয়েছিলো। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে ও তৃতীয়টিতে ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।
ভিতরে খেলা
সুমনের বোলিং, হৃদয়-জয়ের ব্যাটিংএ আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ
