ভিতরে

বাংলাদেশ গেমস ভাল নারী ক্রিকেটার তৈরি করবে : শাহেদ রেজা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্ট আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। টুর্ণামেন্টে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে রয়েছেন অনুর্ধ্ব-১৯ দলের অনেক উঠতি খেলোয়াড়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আশা করছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের এই ইভেন্ট থেকে ভাল নারী ক্রিকেটার তৈরি করবে যারা আগামীতে জাতীয় দলকে নেতৃত্ব দেবে।তিনি আচজ টুর্নামেন্টের উদ্বোধনকালে এ সব কথা বলেন।
এরপর গণমাধ্যমকে তিনি বলেন, ‘২০১৮ সালে যুব গেমসে যারা ভাল করেছিল আজ তারা জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে। একইভাবে আজকের এই টুর্ণামেন্টে যারা ভাল করবে তারা আগামীতে দেশের প্রতিনিধিত্ব করবে।’
শাহেদ রেজা বলেন, ‘নেপালে সাউথ এশিয়ান গেমসে এতগুলো মেডেল অর্জন যুব গেমসের সুফল। আগে কখনো এমন সাফল্য পায়নি বাংলাদেশ। এই ধারা অব্যাহত রাখতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ আরো উন্নতি করবে।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বাংলাদেশ গেমস তাঁর নামে নাম করণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন,‘দেশের সবগুলো অঞ্চলে ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে এই উদ্যোগ। সেই লক্ষে বিভিন্ন ভেন্যুতে খেলা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’
১ এপ্রিল থেকে বাংলাদেশ গেমস শুরু হওয়ার কথা থাকলেও সামনে মেয়েদের আন্তর্জাতিক খেলা থাকায় আজ থেকে এই ইভেন্ট শুরু হয়েছে বলে জানান তিনি।
বিওএ সহসভাপতি বশির আল মামুন বলেন,‘মহিলা টিমের সামনে আনতর্জাতিক সুচি রয়েছে তাই ২০ ওভারের এই টুর্ণামেন্টকে ৫০ ওভার ফরম্যাটে নেওয়া হয়েছে যাতে তারা নিজেদের প্রস্তুত কওে নিতে পাওে ,আগামী টুর্ণামেন্টে ভাল করতেপারে।’
সিলেট স্টেডিয়ামের পরিবেশ ও সুবিধাদিও প্রশংসা কওে তিনি বলেন, ‘পৃথিবীর যেকোন স্টেডিয়ামের সঙ্গে এটার তুলনা করা যায়।এখানে সব ধরণের সুবিধা ও পরিবেশ অনন্য।’
কেবল খেলা আয়োজন নয়; খেলোয়াড় তৈরি করার লক্ষ্য নিয়ে এই টুর্ণামেন্ট জানিয়ে তিনি আরও বলেন, ‘জাতীয় ও অনুর্ধ্ব-১৯ দলের সমন্বয়ে তিন স্কোয়াড করা হয়েছে। অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় যারা ভাল করতে পারবে তারা পরবর্তীতে জাতীয় দলে জায়গা করে নিতে পারবে।’
সকাল ১০টায় নারী ইভেন্ট উদ্বোধন কালে আরও উপস্থিত ছিলেন বিওএ যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকু, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিচালক এবং উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এ এইচ মাহফুজুর রহমান, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ প্রমুখ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: প্রথম ম্যাচে নীল দলের সহজ জয়

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে দফায় দফায় শক্তিশালী ভূমিকম্প