ভিতরে

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্ট শুরু

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্ট। আজ শনিবার সকাল ১০ টায় ক্রিকেট ইভেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বশির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিতু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিবর্ষের’ অংশ হিসেবে এবারের আসর ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’ নামে অনুষ্ঠিত হচ্ছে। আসরের সিডিউল গত বছর থাকলেও করোনা পরবর্তী পরিস্থিতির কারণে আগামী ১ এপ্রিল থেকে মূল আসর এর যাত্রা শুরু হবে। কিন্তু তখন দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের সাথে বাংলাদেশের মেয়েদের খেলা থাকবে তাই নজরী ক্রিকেট ইভেন্ট আগেই অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম বাংলাদেশ গেমসের অংশ হয়েছে ক্রিকেট।
শনিবার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নীল দল।
জাতীয় ও অনূর্ধ্ব-১৯ দলের সমন্বয়ে গঠিত তিন স্কোয়াড দুটি করে ম্যাচ খেলবে। ১২ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে।
ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব সামনে থাকায় প্রস্তুতির সুবিধার্থে ৫০ ওভারেই হচ্ছে এবারের ম্যাচগুলো।
বাংলাদেশ গেমসে নারীদের ক্রিকেটের সূচি :
৬ মার্চ : লাল দল-নীল দল, সিলেট স্টেডিয়াম
৮ মার্চ : সবুজ দল-নীল দল, সিলেট স্টেডিয়াম
১০ মার্চ : লাল দল-সবুজ দল, সিলেট স্টেডিয়াম
১২ মার্চ : ফাইনাল, সিলেট স্টেডিয়াম

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারত

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: প্রথম ম্যাচে নীল দলের সহজ জয়