১৯৭১ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিলো ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের। টেস্ট ক্রিকেটে পদার্পণের ৫০ বছর পূর্তি হলো গাভাস্কারের। এ উপলক্ষে গাভাস্কারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের আরেক লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে গাভাস্কারকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা দিয়েছেন টেন্ডুলকার। তিনি লিখেছেন, ‘৫০ বছর আগে এই দিনটিতে, ঝড়ের মতো বিশ্ব ক্রিকেটে তার আবির্ভাব ঘটেছিল। অভিষেকের সিরিজেই তিনি ৭৭৪ রান করেছিলেন এবং আমাদের মতো উদীয়মান ক্রিকেটারদের প্রত্যকের কাছেই তিনি ছিলেন একজন নায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ সিরিজ জিতেছিল ভারত, তারপর ইংল্যান্ডে। আর তখন থেকেই ভারতের ক্রিকেটে এক নতুন উপাখ্যানের জন্ম হতে শুরু করেছিল।’
তিনি আরও বলেন, একজন ছোট ছেলে হিসেবে, আমি জানতাম আমার একজনকে অনুসরণ করতে হবে এবং তার মতো হবার চেষ্টা করতে হবে। এটি কখনও বদলয়নি। তিনি এখনো আমার নায়ক হিসাবেই রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণে ৫০ বছরের শুভেচ্ছা, গাভাস্কারকে। ১৯৭১ সালের দলের প্রত্যেক সদস্যকেই ৫০তম বার্ষিকীর শুভেচ্ছা। আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন এবং আমাদের আলো দেখিয়েছেন।’
ভারতের হয়ে ১২৫ টেস্টে ১০,১২২ রান এবং ১০৮টি ওয়ানডেতে ৩০৯২ রান করেছেন ৭১ বছর বয়সী গাভাস্কার। টেস্টে ৩৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরি করেছেন গাভাস্কার।
বাসস/এএমটি/১৪০০/নীহা
বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-লিজেন্ড
শেবাগ-টেন্ডুলকারের ঝড়ো ব্যাটিংয়ে কুপোকাত বাংলাদেশের লিজেন্ডসরা
রায়পুর, ৬ মার্চ, ২০২১ (বাসস) : বড় ব্যবধানে হার দিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড টি-টুয়েন্টি সিরিজে যাত্রা শুরু করলো বাংলাদেশের লিজেন্ডসরা। গতরাতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের লিজেন্ডসদের কাছে ১০ উইকেটে বড় ব্যবধানে হারে মোহাম্মদ রফিক-জাভেদ ওমর-খালেদ মাহমুদরা।
রায়পুরে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশের লিজেন্ডসরা। দলকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার নাজিমুদ্দিন ও জাভেদ ওমর। ৮ ওভারে ৫৯ রান যোগ করেন তারা। এরমধ্যে ১২ রান করেন জাভেদ। তবে হাফ-সেঞ্চুরির কাছে গিয়ে থামেন দারুন ব্যাটিং করা নাজিমুদ্দিন। ৩৩ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৪৯ রান করেন তিনি।
দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের লিজেন্ডসদের পরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেন। ফলে ২ বল বাকী থাকতে ১০৯ রানে অলআউট হয় মোহাম্মদ রফিকের দল।
নাফিস ইকবাল ৭, অধিনায়ক রফিক ১, রাজিন সালেহ ১২, হান্নান সরকার ৩, আব্দুর রাজ্জাক ২, মোহাম্মদ শরীফ ৫, খালেদ মাসুদ অপরাজিত ৬, খালেদ মাহমুদ ৭ ও আলমগীর কবির শুন্য রান করেন। ভারতের হয়ে ভিনয় কুমার-প্রজ্ঞান ওঝা ও যুবরাজ সিং ২টি করে উইকেট নেন।
জবাবে ১১০ রানের লক্ষ্য ৫৯ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলেন ভারতের দুই ওপেনার বিরেন্দার শেবাগ ও শচীন টেন্ডুলকার। ২০ বলে হাফ-সেঞ্চুরি করেন শেবাগ। শেষ পর্যন্ত ৩৫ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৮০ রান করেন তিনি। ৫টি চারে ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন টেন্ডুলকার।
বাসস/এএমটি/১৫১৫/নীহা
বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-সাউদি
আম্পায়ারের সিদ্ধান্তের অসন্তুষ্টিতে শাস্তি পেলেন সাউদি
অকল্যান্ড, ৬ মাচর্, ২০২১ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করায় শাস্তি পেলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।
তৃতীয় টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের বিপক্ষে এলবিডব্লিউ’র আবেদন করেন সাউদি। রিভিউ নেয়ার পর আম্পায়ার্স কলের কারণে থার্ড আম্পায়ার নট আউট দেন ফিঞ্চকে। ফলে উইকেট বঞ্চিত হন তিনি। এতে অসন্তেুাষ প্রকাশ করেন সাউদি। যা অন-ফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারির চোখ এড়ায়নি।
এতে ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুচ্ছেদ ২.৮ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম স্তরের অপরাধে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দু’টি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দেয়া হয়।
তবে বড় শাস্তি পাননি সাউদি। তাঁকে তিরস্কার করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। সাউদি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তাই কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সিরিজের চতুর্থ টি-টুয়েন্টি শেষে সাউদির শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা বিরাজ করছে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে সিরিজে পঞ্চম ও শেষ টি-টুয়েন্টি।
বাসস/এএমটি/১৫১৮/নীহা
বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-টেন্ডুলকার
গাভাস্কার এখনো আমার নায়ক : টেন্ডুলকার
নয়া দিল্লি, ৬ মার্চ ২০২১ (বাসস) : ১৯৭১ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিলো ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের। টেস্ট ক্রিকেটে পদার্পণের ৫০ বছর পূর্তি হলো গাভাস্কারের। এ উপলক্ষে গাভাস্কারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের আরেক লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে গাভাস্কারকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা দিয়েছেন টেন্ডুলকার। তিনি লিখেছেন, ‘৫০ বছর আগে এই দিনটিতে, ঝড়ের মতো বিশ্ব ক্রিকেটে তার আবির্ভাব ঘটেছিল। অভিষেকের সিরিজেই তিনি ৭৭৪ রান করেছিলেন এবং আমাদের মতো উদীয়মান ক্রিকেটারদের প্রত্যকের কাছেই তিনি ছিলেন একজন নায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ সিরিজ জিতেছিল ভারত, তারপর ইংল্যান্ডে। আর তখন থেকেই ভারতের ক্রিকেটে এক নতুন উপাখ্যানের জন্ম হতে শুরু করেছিল।’
তিনি আরও বলেন, একজন ছোট ছেলে হিসেবে, আমি জানতাম আমার একজনকে অনুসরণ করতে হবে এবং তার মতো হবার চেষ্টা করতে হবে। এটি কখনও বদলয়নি। তিনি এখনো আমার নায়ক হিসাবেই রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণে ৫০ বছরের শুভেচ্ছা, গাভাস্কারকে। ১৯৭১ সালের দলের প্রত্যেক সদস্যকেই ৫০তম বার্ষিকীর শুভেচ্ছা। আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন এবং আমাদের আলো দেখিয়েছেন।’
ভারতের হয়ে ১২৫ টেস্টে ১০,১২২ রান এবং ১০৮টি ওয়ানডেতে ৩০৯২ রান করেছেন ৭১ বছর বয়সী গাভাস্কার। টেস্টে ৩৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরি করেছেন গাভাস্কার।