ভিতরে

বোমা হামলার ধাপ্পাবাজিমূলক ফোনের পর খালি করা হয় তাজমহল

ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেয়ার ধাপ্পাবাজিমূলক টেলিফোনের পর বৃহস্পতিবার বিশ্বের এই ঐতিহাসিক স্থাপনা দ্রুত খালি করে ফেলা হয়। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর পিটিআই’র।
তারা জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি সকাল সাড়ে ৯ টার দিকে উত্তর প্রদেশ পুলিশের জরুরি ১১২ নম্বরে ফোন করে এবং সে দাবি করে এ স্মৃতিস্তম্ভের অভ্যন্তরে একটি বোমা পেতে রাখা হয়েছে।
এমন টেলিফোন পাওয়ার পরপরই উত্তর প্রদেশ পুলিশ সেন্টাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) অবহিত করে। তারা ১৭ শতকের এ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গন খালি করতে পরিদর্শকদের প্রতি আহ্বান জানান। এরপর সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে নাশকতা দমনে তল্লাশি অভিযান শুরু করে।
দিল্লীতে সিআইএসএফের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সন্দেহজনক কিছু না পাওয়ায় এ তল্লাশি অভিযান প্রায় শেষ করা হয়েছে।’
ওই কর্মকর্তা বলেন, এ ধাপ্পাবাজিমূলক টেলিফোন উত্তর প্রদেশের ফিরোজাবাদ থেকে করা হয় বলে জানা গেছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ঝাড়খন্ডে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

নতুন ধরনের করোনা মোকাবেলায় টিকার দ্রুত অনুমোদনে চুক্তি