ভিতরে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি হামিদ বলেন, মহান মুক্তিযুদ্ধে এইচ টি ইমাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘তিনি (ইমাম) দেশের স্বাধীনতার চেতনার উন্নয়নে এবং মহান মুক্তিযুদ্ধের জন্য সারাজীবন কাজ করে গেছেন। এছাড়া তিনি সদ্য স্বাধীন দেশের সরকার পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’
রাষ্ট্র প্রধান বলেন, এইচ টি ইমাম একজন সরকারি কর্মকর্তা হয়েও দেশের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো।’
বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম গতকাল রাত ১টা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি দীর্ঘ দিন যাবৎ কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভূগছিলেন।
ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। মুজিবনগর সরকারের আমলে তিনি মন্ত্রি পরিষদ সচিবের দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

এইচ টি ইমামের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

এইচ টি ইমামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক