ভিতরে

করোনার নতুন ধরন মোকাবেলায় স্ফুটনিক ভি নিশ্চিত কার্যকর

সাম্প্রতিক গবেষণায় যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বে করোনার নতুন ধরনের বিরুদ্ধে রাশিয়ার স্ফুটনিক ভি টিকার শক্তিশালী ফলাফল পাওয়া গেছে।
রাশিয়ার গামায়েলা ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডিমায়োলজি এন্ড মাইক্রোবায়োলজির ডেপুটি ডিরেক্টর ডেনিস ডগলভ এ কথা বলেন। গামায়েলা ইনস্টিটিউট এই টিকাটি তৈরি করে।
তিনি বলেন, গামায়েলা ইনস্টিটিউট সম্প্রতি টিকাটি নিয়ে গবেষণা করে। এতে দেখা গেছে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধে পুনরায় টিকা গ্রহণ হিসেবে স্ফুটনিক ভি ভালোভাবেই কার্যকর।
তিনি আরো বলেন, পুনঃপ্রয়োগ টিকার কার্যকারিতার ওপর কোন প্রভাব ফেলবে না। গবেষণার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, রাশিয়াই বিশ্বে প্রথম দেশ যারা ২০২০ সালের ১১ আগস্ট করোনার টিকার অনুমোদন দেয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

থাইল্যান্ডে টিকা দেয়া শুরু

পাঁচ বছর পর দেশে সিনেমা হলের সংখ্যা দ্বিগুণ হবে : তথ্যমন্ত্রী