টাচ ডাউন! COVID-19 ভ্যাকসিনগুলির প্রথম চালান COVAX উদ্যোগের মাধ্যমে ঘানাতে পৌঁছেছে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা এইচ বলেন “আজ সেই ঐতিহাসিক মুহূর্তটি যার জন্য আমরা পরিকল্পনা করেছিলাম এবং এত পরিশ্রম করে চলেছি।”

“ঘানাতে প্রথম ডোজের চালানের মাধ্যমে, আমরা কম-বিত্তশালী দেশগুলির লোকেরা যাতে জীবন রক্ষাকারী ভ্যাকসিনের প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য COVAX সুবিধার প্রতিশ্রুতিটি কার্যকর করতে শুরু করতে পারি।”