ভিতরে

ইঞ্জিন বিকল ।। কিছু বোয়িং ৭৭৭ বিমানের বাড়তি পরিদর্শনের নির্দেশ মার্কিন এভিয়েশন কমিটির

মার্কিন ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন রোববার কিছু যাত্রীবাহী বোয়িং ৭৭৭ জেট-এর বাড়তি পরিদর্শনের নির্দেশ দিয়েছে। এক দিন আগে কলোরাডোতে ইউনাইটেডের একটি ফ্লাইটের ইঞ্জিন বিকল হয়ে পড়ার পর তারা এমন নির্দেশ দিল। খবর এএফপি’র।
টুইটারে দেয়া এক বার্তায় এফএএ অ্যাডমিনিস্ট্রেটর স্টিভ ডিকসন বলেন, ‘ডেনভারে গতকাল বোয়িং ৭৭৭ বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ার ব্যাপারে আমার বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ দলের সাথে আলোচনার পর আমি বোয়িং ৭৭৭’র কিছু বিমান দ্রুত বাড়তি পরিদর্শনের নির্দেশনা দিয়েছি।’
‘এরফলে সার্ভিস থেকে এর কিছু বিমান সরিয়ে নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

যুক্তরাজ্যে টিকা পেয়েছেন বয়স্কদের এক তৃতীয়াংশ ।। লকডাউনের অবসান চাচ্ছেন প্রধানমন্ত্রী

টিকার ব্যাপারে ভারতকে অগ্রাধিকার দেয়ার নির্দেশনার কথা জানালো সেরাম ইনস্টিটিউট