জেলায় শিল্পকলা চত্বরে আজ বিকেল ৩টায় একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব পালিত হয়েছে ।
পরে বিকেল চারটার দিকে ডিসি গার্ডেনে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসন্ত বরণ ও পিঠা উৎসব আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রাবেয়া আলীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. জোনাব আলী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক নাহিদ মুনসী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার নাহিদ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ।
কর্মসূচিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিল্পকলার শিল্পীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
ভিতরে বিনোদন
নীলফামারীতে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত উৎসব পালিত
