ভিতরে

জাপানি সিটি কম্পিউটার চট্টগ্রামে ব্যবসা সম্প্রসারণ করবে : প্রতিনিধি দল

ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে জাপানি সিটি কম্পিউটার কোম্পানি চট্টগ্রামে ব্যবসা সম্প্রসারণ করবে। 
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকম-লীর সঙ্গে মত বিনিময়কালে চট্টগ্রামস্থ জাপানি সিটি কম্পিউটার কোম্পানি লি. (সিসিকে) নেতৃবৃন্দ এ অভিমত পোষণ করেন। আজ বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিসিকে’র চট্টগ্রাম শাখার প্রেসিডেন্ট কাওহারা ইয়াসোহিরো, ডিজিএম কেশি সাইতো এবং চট্টগ্রাম এওটিএস এলুমনি  সোসাইটির এডভাইজর মোহাম্মদ ফিরোজ শাহ। এ সময় অন্যদের মধ্যে চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. ওমর ফারুক, মো. ইফতেখার ফয়সাল, এসএম তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও তানভীর মোস্তফা চৌধুরী উপস্থিত ছিলেন।  
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। দেশের বর্তমান অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ রয়েছে জাপানের। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ, মেট্রোরেল এবং শাহজালাল বিমান বন্দরে তৃতীয় টার্মিনাল অন্যতম। এছাড়া দেশের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে জাপানি বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে জাপানি কয়েকটি কোম্পানি বিনিয়োগে এগিয়ে আসছে। আশা করি, চট্টগ্রামের ভৌগোলিক ও বর্তমান অবকাঠামোগত সুবিধা কাজে লাগিয়ে জাপানের আরো অনেক কোম্পানি বিনিয়োগে এগিয়ে আসবে। জাপানি বিনিয়োগকারীদের সকল ধরনের সহায়তা করতে চিটাগাং চেম্বার জাপান ডেস্ক চালু করেছে। এছাড়াও  দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের সহযোগী হিসেবে সকল ধরণের সেবা দিতে চিটাগাং চেম্বার প্রস্তুত রয়েছে বলে জানান চেম্বার সভাপতি। 
উল্লেখ্য, সিসিকে জাপানভিত্তিক আইটি কোম্পানি। জাপান ছাড়াও কোম্পানিটি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে ব্যবসা পরিচালনা করছে। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নওগাঁয় উই টিমের অফলাইন মিটিং ও হাটবাজার অনুষ্ঠিত

জাতির পিতার সমাধিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা