ভিতরে

ইন্তেকাল করেছেন সিরাজুল আলম খান

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার বয়স ছিল ৮২ বছর।
সিরাজুল আলম খান ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দুপুর আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গত ২০ মে বার্ধক্যজনিত জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (গতকাল) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান ১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুলনা জিলা স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
তিনি ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই : বীর বাহাদুর উশৈসিং

বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির কথা বলা কোনভাবেই মানায় না : শামীম