ভিতরে

ম্যানসিটিকে ট্রেবল জিতিয়ে ইউরোপে রাজত্ব করতে চান হালান্ড

 ইন্টার মিলানের বিপক্ষে আগামী শনিবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির হয়ে আধিপত্য বিস্তারের মাধ্যমে দলকে ট্রেবল শিরোপা এনে দিতে চান আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগের রেকর্ড ব্রেকিং এ গোল দাতা পরবর্তী বছর গুলোতেও চ্যাম্পিয়ন্স লিগে দলকে সহায়তা করতে প্রস্তুত। 
প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই ঝড় তুলেছেন হালান্ড। ইতোমধ্যে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে পাড়ি জমানো এই তারকা নতুন ক্লাবের হয়ে সব প্রতিযোগিতায় করেছেন ৫২টি গোল। আর্সেনালকে হটিয়ে সিটিকে সফলতায় পৌঁছে দেয়া ২২ বছর বয়সি এই তারকা গত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সিটির এফএ কাপের শিরোপা জয়েও রেখেছিলেন গুরুত্বপুর্ন ভুমিকা। যার সুবাদে  ট্রেবল শিরোপা জয়ের পথে দ্বিতীয় ধাপও পেরিয়ে যায় সিটিজেনরা।  আগামী শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইন্টার মিলানের বিপক্ষে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও ফেভারিট ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচে জয়লাভ করতে পারলেই দ্বিতীয় কোন ইংলিশ ক্লাব হিসেবে এক মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের শিরোপা জয়ের বিরল এক গৌরব অর্জন করবে পেপ গার্দিওলার শিষ্যরা। যেটি এর আগে ১৯৯৯ সালে অর্জন করেছিল তাদের নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। 
ইউরোপ জুড়ে ডিফেন্ডারদের জন্য হুমকি হয়ে উঠার পরও হালান্ড বিশ্বাস করেন, কোচ গার্দিওলার পদ্ধতির ভেতর আরো কিছুটা সময় কাটাতে পারলে তিনি আরো ভালো করতে পারবেন। নরওয়েজিয়ান ওই স্ট্রাইকার বলেন,‘আমি সত্যিই ইতিবাচক পন্থায় বিকশিত হয়েছি। বয়স এখনো কম হওয়ায় এটি আমার জন্য খুবই গুরুত্বপুর্ন।’
হালান্ড বলেন,‘ আমার বয়স এখন ২২ বছর, সামনে দীর্ঘ একটি ক্যারিয়ার রয়েছে এবং আমি এখনো উন্নতির পথে রয়েছি। এক বছর আগে থেকেই আমি এটি ভেবে আসছি, যখন আমি পরের ধাপের দিকে এগিয়ে যাবার কথা ভাবছিলাম।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আহমেদাবাদে আপত্তি পাকিস্তানের

কানাডায় দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব বাইডেনের