ভিতরে ,

প্রবাসী বাংলাদেশিদের দক্ষ জনবল গড়তে বাউবি’র ব্যতিক্রমী উদ্যোগ : ইতালিতে উন্মুক্ত শিক্ষা কার্যক্রম চালু

বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় (বাউবি) বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উচ্চ-শিক্ষা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় নূন্যতম শিক্ষা দিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত  নিয়েছে।
প্রবাসি রেমিটেন্স যোদ্ধাদের পর্যাপ্ত শিক্ষার সুযোগ করে দিতেই বাউবি’র পক্ষ থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই কার্যক্রমের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভূক্ত (ইইউ) দেশ ইতালিতে বাউবি’র শিক্ষা কার্যক্রম (নিশ-২) চালু করা হয়েছে।
বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার গত বৃহস্পতিবার অনলাইনে সংযুক্ত হয়ে ইতালিতে বাউবি’র শিক্ষা কার্যক্রম’র (নিশ-২) আওতায় এসএসসি ও এইচএসসি এবং বিএ/বিএসএস ডিগ্রি’র শিক্ষা কর্মসূচি চালুর শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন,‘আমাদের দেশের প্রবাসি রেমিটেন্স যোদ্ধাদের পর্যাপ্ত শিক্ষার সুযোগ করে দিতে পারলে তারাই হবে এ দেশের দক্ষ জনবল এবং তাদের দক্ষতার সাথে সামঞ্জস্য রেখে কোর্স চালু করা হবে।’
বাউবি’র উপাচার্য বলেন, বাউবি’র বিভিন্ন স্তরের শিক্ষা কর্মসূচি সর্বপ্রথম দক্ষিণ কোরিয়ায় শুরু করা হয়। তিনি বলেন, ‘করোনার (কোভিড-১৯) কারণে এ প্রোগ্রাম কিছুটা বিঘিœত হলেও আমরা পুনরায় তা নিয়ে আসতে পেরেছি। সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মধ্যদিয়ে এটা প্রমাণিত হয়েছে।’
সৈয়দ হুমায়ুন বলেন, ‘আমাদের দেশের প্রবাসীরা বিভিন্ন কারণে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে প্রবাসে অবস্থান করেও আমাদের দেশকে অর্থনৈতিকভাবে উন্নত ও সমৃদ্ধ করতে অংশগ্রহণ করছেন। আমরা যদি প্রবাসী বাংলাদেশি জনবলকে পর্যাপ্ত শিক্ষার সুযোগ করে দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে টিকে থাকার সুযোগ করে দিতে পারি তাহলে তারাই হবে এ দেশের দক্ষ জনবল।’ প্রবাসে যারা পরিবার নিয়ে বসবাস করেন তাদের সন্তানদের বাংলা সংস্কৃতির সংস্পর্শে রাখা এবং তাদের জন্য দেশীয় সংস্কৃতি চর্চা ও বিকাশের সুযোগ সৃষ্টির কথাও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।।
উপাচার্য বলেন ‘প্রবাসী বাংলাদেশিরা উপযুক্ত শিক্ষা পেলে আমাদের প্রধানমন্ত্রীর রূপকল্প ‘স্মার্ট বাংলাদেশ গড়া’র ক্ষেত্রেও মূখ্য ভূমিকা পালন করবে, প্রকৃত পক্ষে এটাই হবে আমাদের অর্জন। এরই ফল স্বরুপ আমরা আমাদের প্রোগ্রাম ইউরোপ ও উত্তর আমেরিকায় সম্প্রসারণে কাজ করছি। আমাদের দেশের প্রবাসিরা বেশির ভাগই সেখানে শ্রমিক হিসেবে কাজ করেন। প্রয়োজনীয় শিক্ষার অভাবে তারা হীনমন্যতায় ভোগেন। বাউবি প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করে তাদেরকে যদি শিক্ষা-সনদের ব্যবস্থা করে দেয়, তাহলে তারা তাদের আত্মবিশ^াস ফিরে পাবে এবং তাদের দক্ষতা দিয়ে কাজ করে নিজের ভালো অবস্থান তৈরি করতে পারবেন। এতে আমাদের আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম বৃদ্ধিপাবে এবং আমাদের অর্থনৈতিক ধারা চলমান থাকবে।’
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামিম আহসান রোম থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন। তিনি বলেন, ইউরোপের মধ্যে ইতালিতে প্রবাসি বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। প্রায় দুই লাখ বাংলাদেশি ইতালিতে বসবাস করেন। জীবিকার সন্ধানে অনেকে পড়াশুনা শেষ না করেই ইতালিতে পাড়িজমান। এরকম প্রবাসিরা বাউবি’র নিশ-২ প্রোগ্রামের মাধ্যমে ডিগ্রী অর্জন করে তাঁদের জীবনমান উন্নত করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা বাউবি’র এ শিক্ষা গ্রহণ করলে একদিকে যেমন তাদের বেতন-ভাতা বৃদ্ধি পাবে, তেমনি আত্মবিশ^াসও বাড়বে এবং পেশাগতভাবে অনেক সুবিধা পাবেন। জাতির পিতার সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।’
অন্যান্যের মধ্যে বাউবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ইতালির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) আসিম আনাম সিদ্দিক ও ইতালির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) মো. আসফাকুর রহমান অনলাইনে যুক্ত হয়ে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বাউবি’র ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইংয়ের  যুগ্ম-পরিচালক এমএস সঙ্গীতা মোরশেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আগামীতে শিক্ষাই হবে আমাদের মেগা প্রজেক্ট : শিক্ষামন্ত্রী

দেশে আরও ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত