ভিতরে

কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী তাজুল ইসলাম তানুকে (৩৫)গ্রেফতার করেছে র‌্যাব। 
আজ বিকেলে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এ অধিনায়ক  এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানান। 
তিনি বলেন, শনিবার র‌্যাবের  একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর  বংশাল এলাকায় অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের  বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরীকে নৃশংসভাবে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার মূল পরিকল্পনাকারি পলাতক মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী তাজুল ইসলাম তানুকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। 
তিনি আরও জানান,  ২০১৩ সালের ১০ ডিসেম্বর বিকেলে  কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরীকে  নৃশংসভাবে হত্যা পর মৃতদেহের পরিচয় গোপন করা জন্য তানুর নির্দেশে আসামীদের ব্যবহৃত মোটরসাইকেলের পেট্রোল আতিক উল্লাহ চৌধুরীর দেহে ছিটিয়ে দিয়ে  পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে আতিক উল্লাহ চৌধুরীর ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে  দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নোয়াখালীতে ইভটিজিংয়ের দায়ে সিএনজি চালকের কারাদন্ড

কৃষিভিত্তিক শিল্পে প্রথম বিনিয়োগ পেতে যাচ্ছে বেপজা অর্থনৈতিক অঞ্চল