ভিতরে

নওগাঁয় জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

নওগাঁ, ২৬ মে, ২০২৩ : জেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 
বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়। 
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ ফয়েজ উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. আইয়ুব আলী। 
এ সময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্ররায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. জাকির হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক কবি আতাউল হক সিদ্দকীসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমূহের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
পরে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ছাড়াও দেশ বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমাতুজ জোহরা নজরুল সংগীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত মিলনায়তন ভর্তি দর্শক শিল্পীর মনোমুগ্ধকর সংগীত উপভোগ করেন।  

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাসমান বেডে সবজি চাষ দেখে মুগ্ধ ১৪ দেশের ৩৪ প্রতিনিধি

নাটোরে এলার্জি ও এ্যাজমা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার