ভিতরে

তাসকিনের ‘হাফ-সেঞ্চুরি’

 আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই দেশের দশম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তাসকিন।
২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় তাসকিনের। এ ম্যাচের আগে টি-টোয়েন্টিতে তাসকিনের পরিসংখ্যান ৪৯ খেলায় ৪০ উইকেট ও ১১৫ রান।
তাসকিনের আগে বাংলাদেশীদের ম্যধে ৫০ বা তার বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ (১২১টি), সাকিব আল হাসান (১১২টি), মুশফিকুর রহিম (১০২টি), মুস্তাফিজুর রহমান (৮১টি), তামিম ইকবাল (৭৪টি), সৌম্য সরকার (৭২টি), লিটন দাস (৬৮টি), আফিফ হোসেন (৬২টি), মাশরাফি বিন মর্তুজা (৫৪টি)।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় আফগানিস্তানের

রমজানেই বৈঠকে বসার পরিকল্পনা সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর