ভিতরে

জয়পুরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে বুধবার

 আগামী বুধবার (২২ মার্চ) ৪র্থ পর্যায়ের জয়পুরহাটের ৪টি উপজেলায় ১৩৯টি ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসনের মাধ্যমে এ জেলার তালিকাভুক্ত ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২২ মার্চ জমি ও গৃহ প্রদান কর্মসূচি নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আনোয়ার পারভেজ জানান, ৪র্থ পর্যায়ের জয়পুরহাট সদরে ৪৯টি, আক্কেলপুরে ৩৫টি, কালাই ২৫টি ও ক্ষেতলাল উপজেলায় ৩০টি মোট ১৩৯ টি ‘ক’ শ্রেণীর ভূমিহীণ ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ কবুলিয়ত দলিল, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করবেন । এর মধ্যে দিয়ে জয়পুরহাট জেলা ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। ইতোমধ্যে জয়পুরহাট জেলায় ১ম পর্যায়ে ১৬০টি, ২য় পর্যায়ে ১৪১টি ও ৩য় পর্যায়ে ৩৫৮টিসহ মোট ৬৫৯টি পরিবারের মধ্যে ২ শতাংশ জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বগুড়ায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১২৯ জন তরুণ-তরুণী

ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলার তালিকায় যুক্ত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ