ভিতরে

২৪ ঘণ্টায় করোনায় ১১ আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আগের দিন ১ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৬ জনের। সংক্রমণ বেড়েছে দশমিক ১৫ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল দশমিক ৪০ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৫৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯০৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৬ হাজার ৪৩৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪৬ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৪৬ শতাংশ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

শেখ হাসিনা উন্নয়ন ও সুশাসনের প্রতীক : পানি সম্পদ উপমন্ত্রী

আগামী ১২ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু