ভিতরে

রাজধানীতে হিজবুত তাহরী’র সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 রাজধানীর ভাটারা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরী’র সাজাপ্রাপ্ত পলাতক আসামি তমিজ আহম্মেদ সবুজ (৩২)কে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ।
গ্রেফতারকৃত তমিজ বরগুনা জেলার তালতলী থানার তালতলী পাড়া শাহজাহান হাওলাদারের পুত্র।
এটিইউ বলেছে, তমিজ দীর্ঘ প্রায় ৭  বছর  রাজধানীর  ভাটারা থানার নতুন বাজারসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। 
এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার  মোহাম্মদ আসলাম খান বাসসকে এ খবর নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি  দল শুক্রবার সকাল  ৯ টার দিকে রাজধানীর  ভাটারা থানার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, তমিজ আহম্মেদ সবুজ ‘ইসলামী খিলাফত’ প্রতিষ্ঠার লক্ষে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র এবং গণতন্ত্র ও প্রচলিত বিচার ব্যবস্থার বিরুদ্ধে অনলাইনে প্রচার প্রচারণাসহ সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। 
২০১৪ সালে হিযবুত তাহরী’র লিফলেট বিতরণকালে তমিজকে গ্রেফতার করা হয়েছিল। পরে সে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে থাকে। তমিজ ডিএমপি’র কলাবাগান থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

১০ জন করোনায় সংক্রমিত