ভিতরে

নওগাঁয় বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন

জেলার সদর উপজেলায় আজ পিরোজপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। 
‘নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় তিনকোটি ১৪ লাখ ৭৫০ টাকা ব্যয়ে এ নির্মাণকাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 
আজ বুধবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। 
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী লুৎফুল বারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবল হক কমল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম, নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ নাসিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইউক্রেনে যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে দ্রুত ঘোষণা দেয়ার প্রতিশ্রুতি জার্মানির

কুমিল্লা নগরী জুড়ে বই বাঁধাই উৎসব চলছে