ভিতরে

জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা শুরু আগামীকাল

 শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তোলার লক্ষ্যে ”ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কার, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৩।  উত্তরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেলায় তাদের  উদ্ভাবিত গবেষণা  প্রকল্প  গুলো প্রদর্শন করার সুযোগ পাবে।
ইন্সটিটিউট অব মাইনিং , মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) , বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ওই মেলার আযোজন করেছে। জয়পুরহাট জেলা শহরের খনজনপুর পলিবাড়ি এলাকায় অবস্থিত ইন্সটিটিউট অব মাইনিং , মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম)  চত্বরে  আয়োজিত তিন দিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন  জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি থাকবেন জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইন্সটিটিউট অব মাইনিং , মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম)  এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নাজিম জামান। ইন্সটিটিউট অব মাইনিং , মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) এর  প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড.  প্রদীপ কুমার বিশ্বাস জানান, ইতোমধ্যে মেলায় শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প প্রদর্শনের জন্য স্টল বসানোসহ অন্যান্য  প্রস্তুতি মূলক কাজ সম্পন্ন করা হয়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন স্কুল-কলেজের  শিক্ষার্থীদের  উদ্ভাবিত দেড় শতাধিক শিল্পকর্ম  এমেলায় প্রদর্শনের সুযোগ পাবে বলে জানান, আয়োজকরা। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

একনেকে কিশোরগঞ্জে ৫ হাজার ৬৫১ কোটি টাকা ব্যয়ে এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন 

বিএসএমএমইউয়ে ফ্যাটি লিভারের চিকিৎসায় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু