ভিতরে

বলিউডে নারীদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

হলিউড ও ব্যবসার ব্যস্ততার পাশাপাশি সন্তান নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যে কারণে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন বলিউড সিনেমায়। গতবছর একটি সিনেমার ঘোষণা দিলেও এখনও আলোর মুখ দেখেনি সিনেমাটি। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন, বলিউডের মায়া ত্যাগ করেছেন ‘দেশি গার্ল’। তবে এবার নিজের সহকর্মীদের পাশে দাঁড়িয়ে যেন ভিন্ন বার্তাই দিলেন প্রিয়াঙ্কা।বলিউডে পারিশ্রমিক বৈষম্য দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে অনেকেই বিচ্ছিন্নভাবে কথা বললেও চুপ ছিলেন এই অভিনেত্রী। তবে হলিউডে একটা লম্বা সফর পার করে বলিউডের শুরুর দিনগুলো প্রসঙ্গে মুখ খুললেন প্রিয়ঙ্কা। টিনসেল টাউনের অন্দরে নায়ক ও নায়িকার মধ্যে বৈষম্য কতটা প্রকট, সেটাই তুলে ধরলেন ‘দেশি গার্ল’।বলিউডে নায়িকারা কখনোই নায়কদের সমতুল্য পারিশ্রমিক পান না। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি আমার পুরুষ সহ-অভিনেতাদের নিরিখে মোটে ১০ শতাংশ পারিশ্রমিক পেতাম। আমার মনে হয়, এখনও এই বৈষম্য প্রকট আকারে রয়েছে। এই বৈষম্য দূর করা প্রয়োজন। না হলে ভালো কাজের তাড়না হারিয়ে যাবে।’

উল্লেখ্য, প্রিয়ঙ্কার মতো কঙ্গনা, কারিনারাও সমান পারিশ্রমিকের দাবিতে সরব হয়েছেন বিভিন্ন সময়। তবে চিত্রটা তাতে বদলায়নি। উল্টো বেশি পারিশ্রমিক চাওয়ায় বাদ পড়তে হয়েছে অভিনেত্রীদের, এমন নজির প্রচুর রয়েছে বলিউডে। শুধু যে পারিশ্রমিকে বৈষম্য, এমন নয়। শুটিংসেটে বাড়তি অনেক সুবিধাও নায়কদের জন্য বরাদ্দ ছিল।প্রিয়াঙ্কা বলেন, ‘সেটে ঘণ্টার পর ঘণ্টা সেজেগুজে বসে থাকতাম। নায়ক তার সময় মতো আসতেন। নায়ক এলে তবেই শুটিং শুরু হতো। একটা সময় এই রেওয়াজকেই স্বাভাবিক বলে মনে হতে থাকে।এদিকে ‘কোয়েন্টিকো’, ‘বেওয়াচ’-এর পর রুশো ব্রাদার্স প্রযোজিত ‘সিটাডেল’ নামের কল্পবিজ্ঞান সিরিজ নিয়ে শিগগিরই দর্শকদের সামনে আসছেন প্রিয়াঙ্কা।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

হাইকোর্টের রায় স্থগিত, দায়িত্ব পালন করবেন নিপুণ

মেহেরপুরে এক নার্সারিতেই মাসে ৩ লাখ সবজির চারা উৎপাদন