ভিতরে

নাইজেরিয়ায় বন্দুকধারীরা মসজিদে হামলা চালিয়ে মুসল্লিদের অপহরণ করেছে 

বন্দুকধারীরা নাইজেরিয়ার অস্থিরতাপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে হামলা চালিয়ে ১৯ মুসল্লিকে অপহরণ করেছে। শনিবার পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় পুলিশ মুখপাত্র গম্বো আয়াহ বলেন, হামলাকারীরা শনিবার মাগরিবের নামাজ চলাকালে দেশটির কাতসিনা রাজ্যে মইগামজি গ্রামে ওই মসজিদে হামলা চালিয়ে তাদেরকে অপহরণ করে। এতে ইমাম ও অন্য এক মুসল্লি আহত হন।
তিনি আরো বলেন, ‘মসজিদে হামলার পর সেখানে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে এবং তারা অপহরণকারীর কবল থেকে ছয় মুসল্লিকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকি ১৩ জনকে মুক্ত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
নাইজেরিয়ার পশ্চিম ও মধ্যাঞ্চল বিভিন্ন অপরাধী চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। এসব চক্র স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত। তারা মুক্তিপণ আদায়ের জন্য লোকজনকে অপহরণ করে এবং হামলা চালিয়ে লুটপাট করার পর ডাকাতরা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে থাকে। তারা গবাদি পশুও চুরি করে।
এ অপরাধী চক্রকে মুক্তিপণ দেয়ার পর জিম্মিরা সাধারণত মুক্তি পান।
কর্তৃপক্ষ জানায়, গত মাসে পার্শ্ববর্তী কদুন রাজ্যের বিভিন্ন গ্রামে ডাকাত দলের একের পর এক হামলায় ১৫ জন নিহত ও আরো অনেক মানুষ আহত হন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট এ ধরনের সহিংসতার অবসানের ব্যাপারে ব্যাপক চাপের মুখে রয়েছে। আগামী বছর তার আট বছর মেয়াদের শাসনের সময় শেষ হতে যাচ্ছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক কোন সমাধান নেই : শেরবাকোভা 

মালিকে আইভরির ৪৬ সৈন্যকে মুক্ত করতে বলেছে পশ্চিম আফ্রিকান নেতৃবৃন্দ