ভিতরে

গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২ হাজার ৭০৬ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৫ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ২৮ শতাংশ। রোববার শনাক্তের হার ছিল দশমিক ৬৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৯৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৮ হাজার ৮৮০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬৬৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ১৭৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১০৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৫ জন। শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৮৩ শতাংশ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আওয়ামী লীগ গণতন্ত্র সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ : শেখ হাসিনা

পেট্রোল বোমায় মানুষ হত্যার দুঃসহ স্মৃতি মানুষ ভোলেনি : শ ম রেজাউল করিম