ভিতরে

বরগুনায় হানাদার মুক্ত দিবস পালিত

শিশু সংগঠন সাগরপাড়ি খেলাঘরের উদ্যোগে বরগুনায় আজ হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বরের এদিনে বরগুনাবাসী হানাদার মুক্ত হয়। দিনটি উপলক্ষে সংগঠনটি নানা কর্মসূচির আয়োজন করে। 
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সাগরপাড়ি খেলাঘর কার্যালয় থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।  
র‌্যালি শেষে শহীদ স্মৃতি গণকবরে খেলাঘর, মহিলা পরিষদ, বরগুনা প্রেস ক্লাব, কমিউনিস্ট পার্টি, বিডিক্লিন, শেখ রাসেল শিশু-কিশোর কেন্দ্র, নাসিং ইনিস্টিটিটসহ সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ স্মৃতি গণকবর প্রাঙ্গনে খেলাঘর সভাপতি বেবী দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, খেলাঘর কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য চিত্ত রঞ্জন শীল, সাংবাদিক মনির হোসেন কামাল, আইনজীবী সমিতির স¤পাদক, অ্যাডভোকেট সেলিনা খাতুন প্রমুখ।
মুক্তিযোদ্ধা আব্দুস সত্তারের নেতৃত্বে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ২১ জন মুক্তিযোদ্ধা বরগুনাকে হানাদার ও রাজাকার মুক্ত করেন। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

রাঙ্গামাটিতে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা