ভিতরে

শেরপুরের নকলায় কৃষক সমাবেশ

জেলার নকলা উপজেলায় কৃষক সমাবেশ আজ ২৯ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ মঞ্চে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। সমাবেশ শেষে ৫ শতাধিক কৃষকের মধ্যে প্রণোদনার ধান বীজ বিতরণ করা হয়।
মতিয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’। বর্তমান সরকার দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন। যারয-ার অবস্থান থেকে বসতবাড়ির আঙ্গিনার ফাঁকা জায়গাগুলোতে সবজি বাগান করতে হবে। একদিকে যেমন পরিবারের সবজির চাহিদা পূরণ হবে। অন্যদিকে বাড়তি আয় হবে। আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার। কৃষিতে যে আমুল পরিবর্তন এসেছে তা শেখ হাসিনার কারনে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিশ্বকাপ খেলা হচ্ছে না বেনজেমার!

চীনের কোভিড সংক্রান্ত অস্থিরতা পর্যবেক্ষণ করছেন বাইডেন