ভিতরে

ক্রিকেট: নিউজিল্যান্ডের লক্ষ্য সিরিজ নিশ্চিত, ভারতের টিকে থাকা

 নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে কাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে সফরকারকারী ভারতীয় ক্রিকেট দল।  স্বাগতিকদের কাছে প্রথম ম্যাচ হেরে তিন  ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে পিছিয়ে সফরকারী ভারত। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে ভারতকে। অন্য দিকে  জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিউজিল্যান্ডের। 
হ্যামিল্টনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। 
অকল্যান্ডে প্রথম ওয়ানডেতে ৩০৬ রান করেও ম্যাচ হারে ভারত। ৩০৭ রানের টার্গেটে চতুর্থ উইকেটে টম লাথাম ও কেন উইলিয়ামসনের রেকর্ড জুটিতে ভারতকে ৭ উইকেটে হারায় নিউজিল্যান্ড। লাথাম অনবদ্য ১৪৫ রান করেন। ৯৪ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। 
সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায় প্রথম ওয়ানডে জিতে ১৬ ম্যাচে ১২ জয় ও ৪ হারে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে নিউজিল্যান্ড। ১৯ ম্যাচে ১৩ জয় ও ৬ হারে ১২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ফুটবল-বিশ্বকাপ: ব্রাজিলের হয়েই পুনর্জন্ম চান নেইমার 

ক্রিকেট: আফগানিস্তানের লক্ষ্য সিরিজ নিশ্চিত, শ্রীলংকার সমতা