ভিতরে

ক্রিকেট: আফগানিস্তানের লক্ষ্য সিরিজ নিশ্চিত, শ্রীলংকার সমতা

 তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিশ্চিতের লক্ষ্য কাল মাঠে নামছে সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল।  ওপেনার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৬০ রানে হারানো  আফগানরা কাল দ্বিতীয় ম্যাচ জিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করতে আফগানরা। পক্ষান্তরে  সিরিজে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প পথ নেই শ্রীলংকার। 
পাল্লেকেলেতে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯৪ রান করে আফগানিস্তান। জাদরান ১২০ বলে ১০৬ রান করেন। জবাবে ১২ ওভার বাকী থাকতে ২৩৪ রানে অলআউট হয় শ্রীলংকা।
সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায় প্রথম ওয়ানডে শেষে ১৩ ম্যাচে ১১ জয় ও ২ হারে ১১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আফগানিস্তান। ১৯ ম্যাচে ৬ জয় ও ১২ হারে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে শ্রীলংকা।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ক্রিকেট: নিউজিল্যান্ডের লক্ষ্য সিরিজ নিশ্চিত, ভারতের টিকে থাকা

শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে চায় কলম্বিয়া সরকার ও বিদ্রোহীরা