ভিতরে

দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৯ জন 

 দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ০৭ শতাংশ। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৬৫ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৫৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৮৫ হাজার ৭৫২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৮৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৪১৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ জন। শনাক্তের হার দশমিক ০৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৪৫ শতাংশ। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিএনপি-জামাতের সরকার উৎখাতের হুঙ্কারের ছায়ায় জঙ্গীদের পূর্ণজীবন হচ্ছে : ইনু

বিএনপির অত্যাচার-নিপীড়নের কারণে দেশের মানুষের কাছে তাদের কোন অবস্থান নাই : নৌপরিবহন প্রতিমন্ত্রী