ভিতরে

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২০ জন 

দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ২২ শতাংশ। মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৮৭ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৬৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৫০৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৬৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৩৩০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৮ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০ জন। শনাক্তের হার দশমিক ৪৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৮৫ শতাংশ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হচ্ছে আগামীকাল

মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ