ভিতরে

বগুড়ায় হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড

 জেলায় আজ শিবগঞ্জ উপজেলার নৈশপ্রহরী আব্দুল জব্বার হত্যা মামলায় ছয়ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও জনপ্রতি পাঁচহাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার বেলা ১২ টায় বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ- ৩য় আদালতের বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষনা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয় আসামিরা হলো- মো. আফজাল হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. সাইফুল আলম, মো. গোলজার রহমান, মো. আলম ফকির ও মোছা. আছমা বেগম। 
দন্ডিতদের মধ্যে মো. আলম ফকির ও মোছা. আছমা বেগম পলাতক এবং বাকীরা রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলো।  
আদালত সূত্রে জানা যায়, জেলার শিবগঞ্জ উপজেলার বিলহামলা এলাকায় ১৯৯৮ সালের ২৮ অক্টোবর একটি চাতালের নৈশপ্রহরী আব্দুল জব্বারকে হত্যা করে মালামাল লুট করা হয়। এ ঘটনায় পরদিন চালকলের মালিক শরীফউদ্দিন বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত রায় ঘোষনা করেন। 
এ মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি জহুরুল ইসলাম ও এপিপি বিনয় কুমার দাস বিশু এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট নূর নবী।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

গোপালগঞ্জে ৩টি ইটভাটা উচ্ছেদ : জরিমানা আদায়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ কবির হোসেনকে সংবর্ধনা