ভিতরে

৮ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স অক্টোবরে

৮ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স অক্টোবরে
৮ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স অক্টোবরে

অক্টোবর মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রায় ৭ দশমিক ৯ শতাংশ কমেছে। এ সময় এসেছে ১৫২ কোটি ৫৪ লাখ ডলার, যা গত আট মাসের মধ্যে প্রবাসীদের পাঠানো এক মাসের সর্বনিম্ন রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে টানা ২ বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এর পরের মাস সেপ্টেম্বরে তা কমে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলারে নামে।সে হিসেবে চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স এসেছে ১ শতাংশ কম। তবে ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন। মূলত রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে প্রণোদনা দিচ্ছে সরকার।বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত আগস্টে দেশে প্রবাসী আয় এসেছে ২০৩ কো‌টি ৭৮ লাখ ডলার। জুলাইয়ে এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার।কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে বেসরকারি ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি ১১৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। রাষ্ট্র মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৩০ কোটি ৭২ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৫০ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অন্যদিকে, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে অক্টোবর মাসে ৭১ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

প্রসঙ্গত, প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। তা সত্ত্বেও ২০২১-২২ অর্থবছরে আগের (২০২০-২১) অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম রেমিট্যান্স এসেছে।গত অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। আর ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল।বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) নানারকম পদক্ষেপেও আগস্ট থেকে নিম্নগামী হচ্ছে রেমিট্যান্স।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

এখনও যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

এখনও যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

এইচএসসি পরীক্ষা: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

এইচএসসি পরীক্ষা: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান