ভিতরে

শাহজালাল বিমানবন্দরে প্রায় সাড়ে ৩ কেজি সোনা জব্দ

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০ পিস সোনার বার পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা ।
ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারি রাজস্ব কর্মকর্তা নাফিজ আমিন রিজভী এ খবর নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার জব্দ করা হয়।
তিনি জানান, সকালে শাহজালাল বিমানবন্দরের রক্ষিত ডাষ্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দন্ড আকারের বস্তু পাওয়া যায়। পরবর্তীকালে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে বস্তুটি খুলে ৩০ পিস সোনার বার পাওয়া যায়। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 
এ বিষয়ে ফৌজদারী কাস্টম এ্যাক্ট আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চট্টগ্রামে নতুন ৩৪ জন করোনায় আক্রান্ত

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বিএনএফ