ভিতরে

বগুড়ায় কুমারী পূজা অনুষ্ঠিত

জেলায় এই প্রথম আনুষ্ঠানিকভাবে কুমারী পূজা অনুষ্ঠিত হলো। সকালে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকায় শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দিরে মহাঅষ্টমীতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা।  
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, শারদীয় দূর্গাৎসবের মহাঅষ্টমী ছিল সোমবার। ঢাক, ঢোল ,ধুপের গন্ধ ও কাসার ঘন্টা ধ্বণিতে মূখর হয়ে উঠে মন্দির।
এতে অংশ নেন  বিপুল সংখ্যক ভক্তরা। অষ্টমী তিথিতে শুভশ্রী রইনী দাসকে দেবী দূর্গার মলিনী রূপে পূজা করা হয়।
উপজেলার শ্রী জিমি দাস ও সরস্বতী সাহার ৭ বছর কন্যাকে কুমারী পূজার আসনে বসানো হয়। শ্রী বাসু দেব ব্যানার্জী দূর্গাপূজার পুরোহিত এ পূজা পরিচালনা করেন। কুমারী পূজা দেখতে এবং আশির্বাদ পেতে বিপুল সংখ্যক পূর্ণার্থীরা মন্দিরে হাজির হোন মহা অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজার আসন অলঙ্কৃত করেন ৮ বছরের শুভশ্রী।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিশ্ব বসতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমলো