ভিতরে

সিরি-এ : রোমার কাছে পরাজিত ইন্টার মিলান, টানা জয়ে শীর্ষস্থান শক্তিশালী করলো নাপোলি

 ক্রিস স্মলিংয়ের গোলে শনিবার সান সিরোতে ইন্টার মিলানকে ২-১ গোলে পরাজিত করেছে রোমা। এর ফলে ইন্টার মিলান টানা দুই ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল। আরেক ম্যাচে তোরিনোর বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয়ে সিরি-এ টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করেছে নাপোলি। 
ইংলিশ ডিফেন্ডার স্মলিং ৭৫ মিনিটে লোরেঞ্জো পেলিগ্রিনির ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেন। এই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত রোমার দুর্দান্ত জয় নিশ্চিত হয়। ফেডেরিকো ডিমারকোর অসাধারন এক স্ট্রাইকে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ইন্টার। এনিয়ে এবারের মৌসুমে দ্বিতীয় জয়সূচক গোল করা স্মলিং বলেছেন, ‘আশা করছি এভাবেই গোলের ধারা অব্যাহত রাখতে পারবো। এবারের মৌসুমে আমাদের দলটি অত্যন্ত শক্তিশালী। আমাদের আরো গোলের লক্ষ্য রয়েছে।’
বিরতির ছয় মিনিট আগে পাওলো দিবালা দুর্দান্ত ভলিতে হোসে মরিনহোর দল ম্যাচে সমতা ফেরায়। এই জয়ের মাধ্যমে রোমা আরো একবার প্রমান করেছে তারাও এখন পরিনত একটি দল, বড় দলের বিপক্ষে নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারলে জয় ছিনিয়ে নেয়া সম্ভব। আর এতেই ধীরে ধীরে শিরোপা জয়ের পথে এগিয়ে যাওয়া যাবে। শীর্ষে থাকা নাপোলির তুলনায় রোমা এখন চার পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে ৮ ম্যাচে চার জয়ে ইন্টারের অবস্থান সপ্তম স্থানে। 
সিমোনে ইনজাগির দল এনিয়ে আট ম্যাচে চতুর্থ পরাজয়ের স্বাদ পেল। মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পরীক্ষার আগে তাদের প্রস্তুতিটা মোটেই ভাল হলো না। ম্যাচ শেষে ইনজাগি বলেছেন, ‘আজকের ম্যাচটা কোনভাবেই হারা উচিৎ হয়নি। আমি সত্যিই দারুন হতাশ। এবারের মৌসুমে এটাই আমাদের সেরা পারফরমেন্স ছিল। কিন্তু আমাদের খালি হতে ফিরতে হলো।’
ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানও কাল দারুন এক জয় তুলে নিয়েছে। এম্পোলির বিপক্ষে ফোডে বালো-টোরে ও রাফায়েল লিয়াওয়ের স্টপেজ টাইমের দুই গোলে কাল মিলান ৩-১ গোলে জয়ী হয়েছে। ম্যাচ শেষের ১১ মিনিট আগে আন্তে রেবিচের গোলে ডেডলক ভাঙ্গে মিলান। ৯২ মিনিটে নেদিম বারামির নিখুঁত ফ্রি-কিকে সমতায় ফিরে এম্পোলি। স্বাগতিক এম্পোলির যখন নিশ্চিত এক পয়েন্টের সন্ধানে ম্যাচ শেষের অপেক্ষায় ছিল ঠিক তখনই বারো-টোরে মিলানকে এগিয়ে দেন। রেবিচের প্রথম গোলের যোগানদাতা লিয়াও ইনজুরি টাইমের সপ্তম মিনিটে দারুন এক গোলে মিলানের জয় নিশ্চিত করেন। পর্তুগীজ উইঙ্গার লিয়াওর এটি ছিল মৌসুমের চতুর্থ গোল। সব ধরনের প্রতিযোগিতায় এবার তিনি গোল করা ছাড়াও ছয়টি এ্যাসিস্ট করেছেন। বুধবার চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সব মনোযোগ নিশ্চিতভাবে তার উপরই থাকবে। দীর্ঘ ইনজুরিতে থাকা থিও হার্নান্দেজ ও মাইক মেইগনানের সাথে তালিকায় যুক্ত হয়েছেন ডেভিড কালাব্রিয়া ও এ্যালেক্সিস সায়েলেমেকার্স। যে কারনে কোচ পিওলির আস্থার জায়গা হিসেবে লিয়াও এখন দলের মূল তারকা হিসেবে জায়গা পেয়েছেন। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে পিওলি বলেছেন, ‘এই ধরনের উদ্দীপনা ও সংকল্পের কারনে এখন আমরা যেকোন কিছুর জন্য প্রস্তুত আছি। প্রায় তিন বছর হয়ে গেল আমি এখানে আছি। এই দলটির মধ্যে আমি ক্লাবের পরিচয় দেখতে পাচ্ছি।’
উজ্জীবিত তোরিনোর বিপক্ষে ঘরের মাঠে জোড়া গোল করেছেন নাপোলির ক্যামেরুনের মিডফিল্ডার আন্দ্রে-ফ্র্যাংক জাম্বো আনগিসা। সিরি-এ লিগে নাপোলির হয়ে এই প্রথম গোল করলেন আন্দ্রে-ফ্র্যাংক। ১২ মিনিটের মধ্যে তার দুই গোলে নাপোলি সব ধরনের প্রতিযোগিতায় ষষ্ঠ জয় নিশ্চিত করেছে। বিরতির আট মিনিট আগে খাভিচা খাভাখেলিয়ার গোলে স্বাগতিকদের দাপুটে জয় নিশ্চিত হয়। 
আগামী সপ্তাহে আয়াক্সের বিপক্ষে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই মাঠে নামবে নাপোলি। এই ম্যাচে জিততে পারলে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

লা লিগা: মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার কষ্টার্জিত জয়, সেভিয়াকে হারিয়েছে এ্যাথলেটিকো

লিগ ওয়ান: বদলী বেঞ্চ থেকে উঠে এসে পিএসজিকে জয় উপহার দিলেন এমবাপ্পে