ভিতরে

লিগ ওয়ান: বদলী বেঞ্চ থেকে উঠে এসে পিএসজিকে জয় উপহার দিলেন এমবাপ্পে

বদলী বেঞ্চ থেকে উঠে এসে লিগ ওয়ানে পিএসজিকে জয় উপহার দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। শনিবার নিসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)।
কোচ ক্রিস্টোফে গালটিয়ার কাল মূল একাদশ থেকে বিশ্রাম দিয়েছিলেন এমবাপ্পেকে। মূলত বেনফিকার বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখেই গালটিয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্বকাপের আগে ছয় সপ্তাহে পিএসজি ১১টি ম্যাচে অংশ নিবে। এমবাপ্পের স্থানে কাল মাঠে নেমেছিলেন ২০ বছর বয়সী আরেক ফরাসি তরুন এ্যাটাকার হুগো একিটিকে। পিএসজির হয়ে একিটিকের এটাই মূল একাদশে প্রথম ম্যাচ। 
পার্ক ডি প্রিন্সেসে অবশ্য ২৯ মিনিটে পিএজসিকে লিড এনে দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের কার্লিং ফ্রি-কিক নিসের দেয়ালের ওপর দিয়ে গোলরক্ষক কাসপার শিমিচেলকে বোকা বানিয়ে জালে প্রবেশ করে। শিমিচেলের দাঁড়িয়ে তা দেখা ছাড়া আর কিছুই করার ছিলনা। 
বিরতির পরপরই ৪৭ মিনিটে গায়েটান লাবোরডে সফরকারী নিসের হয়ে সমতা ফেরান। এই মৌসুমের আগে গালটিয়ারের অধীনে নিসে খেলেছেন লাবোরডে। পিএসজির রক্ষনভাগের বড় ভুলে লাবোরডে সমতা ফেরাতে দেরী করেননি। ৫৯ মিনিটে একিটিকের পরিবর্তে মাঠে নামেন এমবাপ্পে। ম্যাচ শেষের ৭ মিনিট আগে এমবাপ্পে জয়সূচক গোলটি করেন। এনিয়ে মৌসুমের অষ্টম গোল করলেন এমবাপ্পে। এর ফলে লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সতীর্থ নেইমারের সাথে সমানভাকে শীর্ষে নাম লেখালেন এই ফরাসি তরুন। 
শুক্রবার এ্যাঙ্গার্সকে ৩-০ গোলে পরাজিত করা মার্সেইর থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি।
কাল দিনের শুরুতে ধুকতে তাকা স্ট্রাসবার্গকে ৩-১ গোলে পরাজিত করে পঞ্চম স্থানে উঠে এসেছে রেনে। ৯ ম্যাচে একটিও জয় না পাওয়া স্ট্রাসবার্গ মাত্র ৫ পয়েন্ট নিয়ে রয়েছে রেলিগেশন জোনে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সিরি-এ : রোমার কাছে পরাজিত ইন্টার মিলান, টানা জয়ে শীর্ষস্থান শক্তিশালী করলো নাপোলি

হ্যাজেলউডের বিশ্বাস বিশ্বকাপে বোলাররা সুবিধা পাবে