ভিতরে

জয়পুরহাটে দুর্গাপূজা উদযাপনে ১৪৬ মেট্রিক টন চাল বরাদ্দ

জেলায় এবার ২শ ৯২ টি মন্ডপে দুূর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সরকারি ভাবে ১ শ ৪৬ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। দুূগোৎসবকে সামনে রেখে জেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে কেনা-কাটার ধুম পড়েছে।
সনাতন হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্র্গোৎসব উদযাপনে শেষ পর্যায়ের কার্যক্রম চলছে এখন। দুর্গা মন্ডপ গুলোকে সাজানো হয়েছে মনোরম সাজে। জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা প্রতিমা তৈরি মনিটরিং ও পাহারার ব্যবস্থা করছেন।  প্রতিটি দুর্গামন্ডপে ৪০ সদস্য বিশিষ্ট্য হিন্দু-মুসলিম সমন্বয়ে শান্তি কমিটি গঠন ও ২৫ সদস্যের স্বেচ্ছাসেবক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে পূজা উদযাপন বিষয়ক কমিটির সভায়। জেলার গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে জেলায় এবার ২শ ৯২ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ১১৩টি, কালাই উপজেলায় ৩৪ টি, ক্ষেতলাল উপজেলায় ২৮ টি , আক্কেলপুর উপজেলায় ৪৫ টি ও পাঁচবিবি উপজেলায় ৭২ টি।  দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সরকারি ভাবে ১ শ ৪৬ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে বলে জানান, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল করিম। কাপড়ের দোকান ও শপিংমল গুলোতে দুগোৎসবকে সামনে রেখে জেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে কেনা-কাটার ধুম পড়েছে।  দুর্গা প্রতিমায়  রং করার কাজ শেষ হয়েছে বলে জানান মাদারগঞ্জ দুর্গা মন্দিরের সভাপতি সত্যানন্দ চৌধুরী।  ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব  শুরু হবে বলে জানান দুর্গোৎসব কমিটির আহবায়ক লিটন চৌধুরী। সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি  প্রতিটি দুূর্গা মন্ডপে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পুলিশ, আনসার, সাদা  পুলিশের পাশাপাশি  পুলিশ ও র‌্যাবের টহল দল থাকবে। এ ছাড়াও  ভ্রাম্যমাণ আদালত থাকবে সার্বক্ষণিক। দুর্গোৎসব সফল করতে পুলিশের একটি মনিটরিং টিমও কাজ করবে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।  

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সতর্কতা

জয়পুরহাটে ফুটপাত দখল মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের অভিযান