ভিতরে

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪০ জন

গত ২৪ ঘন্টায় রাজধানী  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত  হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪০ জন। এরমধ্যে ঢাকায় ৩২৫ এবং ঢাকার বাইরের হাসপাতালে নতুন ভর্তি রোগী ১১৫ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়,বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৬২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৭২ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৩৪৬ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন। আক্রান্ত হয়ে সারাদেশে ১৩ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ৪৩৪ এবং আর ঢাকার বাইরে ৩ হাজার ৬ জন।
অন্যদিকে, চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১১ হাজার ৭৬২  জন। এর মধ্যে ঢাকায় ৯ হাজার ১৩৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২ হাজার  ৬২৩ জন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিশ্ব শান্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পুরো দেশকে উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হচ্ছে : টেলিযোগাযোগ মন্ত্রী