ভিতরে

বিশ্বকাপে গোলযোগ এড়াতে ওয়েলসের কোচের দায়িত্ব ছাড়লেন গিগস

পারিবারিক  সহিংসতায় অভিযুক্ত হয়ে বিচারের অপেক্ষায় থাকা ওয়েলস জাতীয় ফুটবল দলের কোচ রায়ান গিগস গতকাল সোমবার পদত্যাগ করেছেন। ২০২০ সালের নভেম্বরে গ্রেপ্তার হওয়ার পর থেকে ছুটিতে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক কিংবদন্তী।
২০১৭ সালের আগস্ট এবং ২০২০ সালের নভেম্বরে সাবেক বান্ধবী কেট গ্রেভিলের সঙ্গে স্বেচ্ছাচারিতা ও জবরদস্তিমুলক আচরণের জন্য ৪৮ বছর বয়সি এই কোচকে অভিযুক্ত করা হয়েছে। অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন গিগস। 
জানুয়ারিতে আদালত বন্ধ হয়ে যাওয়ায় বিচারকার্য্য আগস্ট পর্যন্ত পিছিয়ে যায়। এরপর থেকেই তার সাবেক সহকারী রব পেজ ওয়েলসের দায়িত্ব পালন করে আসছেন এবং দলটিকে ১৯৫৮ সালের পর প্রথম বিশ্বকাপে পৌঁছে দিয়েছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

৩শ উইকেট লক্ষ্য রোচের

জয় দিয়ে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক রাগবি সিরিজ শুরু করেছে বাংলাদেশ