ভিতরে

পিরোজপুরে ২ হাজার ২শ’ চাষিকে আমন চাষে প্রণোদনা দেয়া হচ্ছে

আমন চাষে চাষিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পিরোজপুরে চলতি আমন ধান চাষ মৌসুমে ২ হাজার ২শত চাষিকে প্রণোদনা দেয়া হচ্ছে।
 এ প্রণোদনা দেয়ার জন্য সরকারের কৃষি মন্ত্রণালয় ১৩ লক্ষ ৪৭ হাজার ৫শ’ টাকা বরাদ্দ দিয়েছে। এ বরাদ্দকৃত অর্থ থেকে চাষিদের  প্রত্যেককে ৫ কেজি উফসী আমন বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার ক্রয় করে দেয়া হবে। সদর উপজেলায় ৩২০ জন, ইন্দুরকানীতে ১৯০ জন, কাউখালীতে ১৭০ জন, নেছারাবাদে ৩০০ জন, নাজিরপুরে ২৯০ জন, ভান্ডারিয়ায় ৩৩০ জন এবং মঠবাড়িয়ায় ৬০০ জন চাষি এ প্রণোদনার সুবিধা পাচ্ছে। কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয় এর উপ-সহকারী কৃষি অফিসার অরুন রায় জানান এ প্রণোদনার সার, বীজ চাষিদের মাঝে বিনামূল্যে বিতরণের ফলে তারা আমন ধান চাষে আগ্রহী হবে। ফলে আমন চালের উৎপাদন এ জেলায় বৃদ্ধি পাবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিএসএমএমইউয়ে ২ দিনব্যাপী শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু 

নীলফামারীতে তিনদিনের কৃষি মেলা শুরু