ভিতরে

নীলফামারীতে তিনদিনের কৃষি মেলা শুরু

জেলায় শুরু হয়েছে তিনদিনের কৃষি মেলা। সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
মেলা উপলক্ষে এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রশিক্ষণ করে। মেলার আয়োজন করে সদর উপজেলা কৃষি দপ্তর।
এসময় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বক্তৃতা করেন- পুলিশ সুপার  মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, কৃষি বিভাগের রংপুর রাডারডিপি প্রকল্পের জ্যেষ্ঠ মনিটরিং কর্মকর্তা আবু ফাত্তাহ মোহাম্মদ রওশন কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেনমিন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান প্রমুখ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় শুরু হওয়া তিন দিনের মেলাটি সমাপ্ত হবে আগামী বুধবার বিকালে। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ১৪টি স্টল স্থান পেয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

পিরোজপুরে ২ হাজার ২শ’ চাষিকে আমন চাষে প্রণোদনা দেয়া হচ্ছে

অ্যান্টিগা টেস্ট : প্রথম সেশনেই আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে  : সাকিব