ভিতরে

৫শ’ রানে চোখ বাটলারের

গত শুক্রবার আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪৯৮ রান করে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের বিশ^রেকর্ড গড়ে ইংলিশরা। মাত্র ২ রানের জন্য স্কোর ৫শ হয়নি। তবে ওয়ানডেতে ৫শ রান করার দিকে লক্ষ্য স্থির করেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জশ বাটলার।
বিশ^রেকর্ডের ম্যাচে চার নম্বরে নেমে ২৩১ দশমিক ৪২ স্ট্রাইক রেটে ৭০ বল খেলে ৭টি চার ও ১৪টি ছক্কায় অপরাজিত ১৬২ রান করেন বাটলার।
তিনি জানান, ৫০০ রান করার চেষ্টা চালিয়ে যাবেন। ৫০০ রান করা কঠিন হলেও, সেটি অর্জনের চেষ্টা করবেন।
বাটলার বলেন, ‘আমরা চেষ্টা করি ভালো খেলতে । আমরা ৫শ রানের চেষ্টা করে যাবো। তবে এই চেষ্টা এবং এটি অর্জন করা কঠিন। খুব ভালো ব্যাটিং উইকেট ও ছোট মাঠে খেলতে হবে আমাদের।’
তিনি আরও বলেন, ‘তবে স্কোর যেমনই হোক, সবচেয়ে ভাল বিষয়  হলো দল হিসেবে আমরা যে মানসিকতা দেখিয়ে চলেছি। আমরা চেষ্টা করছি, আরও ভালো করতে এবং মাঠে নেমে আরও আগ্রাসী ও সাহসী হতে।’
বাটলার ছাড়াও ঐ ম্যাচে সেঞ্চুরি করেছেন আরও দুই ব্যাটার। ওপেনার ফিল সল্ট ১২২ ও ডেভিড মালান ১২৫ রান করেন। এছাড়া লিয়াম লিভিংস্টোন ছয় নম্বরে নেমে মাত্র ২২ বলে ৬টি করে চার-ছক্কায় অপরাজিত ৬৬ রান করেন। তার স্ট্রাইক রেট ছিলো ৩শ। মাত্র ১৭ বলে হাফ-সেঞ্চুরি করে লিভিংস্টোন। যা ইংল্যান্ডের পক্ষে বিশ^ রেকর্ড।নিজ  অধিনায়ক ইয়োইন মরগানের বিশ^ রেকর্ড ভাঙ্গেন লিভিংস্টোন।  
৯৩ বল খেলে ১৪টি চার ও ৩টি ছক্কা মারা সল্টের প্রশংসা করেছেন বাটলার। তিনি বলেন, ‘ইংল্যান্ডের সাদা বলের জন্য তৈরি হওয়া ব্যাটারদের মধ্যে অন্যরকম সল্ট। এখানে অবিশ্বাস্যভাবে বলে হিট করছে।  যা বোলারদের অনেক বেশি চাপে রাখে। সে খুবই ভয়ডরহীন এবং তার দুর্দান্ত ভবিষ্যত আছে।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ব্যাটারদের ৬০ রানের ইনিংস টেস্ট ম্যাচ জেতাতে পারেনা: ডোমিঙ্গো

আফ্রো-এশিয়া কাপ: একই দলে কোহলি-সাকিব-বাবর!