ভিতরে

ঢাকায় শ্রীলংকাকে হারানোর ভালো সুযোগ দেখছেন মোমিনুল

 নিজেদের রেকর্ড এবং কন্ডিশনের কারনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলংকার বিপক্ষে জয়ের ভালো সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক।
মোমিনুলের মতে, ড্র হওয়া চট্টগ্রামে টেস্টে শ্রীলংকার উপর আধিপত্য বিস্তার দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে । স্পিনার তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং নৈপুন্যে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ১৬১ রানে শ্রীলংকার ষষ্ঠ উইকেট তুলে নিয়ে জয়ের সুযোগ সৃস্টি করেছিল  টাইগাররা। ঐসময় শ্রীলংকার লিড ছিলো মাত্র ৯৩ রান। কিন্তু নিরোশান ডিকবেলা ও দিনেশ চান্ডিমালের দারুন ব্যাটিংয়ে রক্ষা হয় শ্রীলংকার। ড্র’তে শেষ হয় ম্যাচটি।
আজ মোমিনুল বলেন, ‘আমরা এখানে দারুণ একটা সুযোগ দেখছি এবং আমরা নতুন করে শুরু করতে চাই।’
তিনি আরও বলেন, ‘শেষ টেস্টে কি হয়েছে সেগুলো নিয়ে আমরা ভাবতে চাই না । দল হিসেবে খেলতে পারলে  ফল আমাদের পক্ষে  আসবে বলে আশা করছি। মিরপুরে  সব সময় ম্যাচের ফলাফল হয়েছে। আপনি খুব কমই দেখেছেন, এখানে ফলাফল ছাড়া ম্যাচ শেষ হয়েছে। এখানে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি একটি দল হিসেবে পারফর্ম করতে পারি..আমরা ধারাবাহিকভাবে একটি নির্দিস্ট ক্ষেত্রে কাজ করতে পারলে  মিরপুরে জয় পাওয়া সম্ভব।’
বাংলাদেশের জন্য ‘হোম অফ ক্রিকেট’ হিসেবে পরিচিত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত ২৩টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে প্রতিপক্ষ জিতেছে ১৩টি ম্যাচে, বাংলাদেশ জয় মাত্র ছয় ম্যাচে। তিনটি ম্যাচ ড্র হয়, একটি বৃষ্টিতে ভেস্তে যায়। কিন্তু ২০১৫ সালে বাংলাদেশ-আফ্রিকা ম্যাচের পর এখানে কোন ম্যাচ ড্র হয়নি। ঐ ম্যাচটি ভারী বর্ষনের কারনে ড্র হয়েছিলো।
এই ভেন্যুতে শ্রীলংকার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু কোন জয়ের দেখা পায়নি টাইগাররা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির বাধার মুখে পড়তে পারে দ্বিতীয় টেস্ট। তবে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার মধ্যেও টেস্ট জয়ের জন্য সব ধরনের পরিকল্পনা করে রেখেছেন মোমিনুল। এই ভেন্যুতে শ্রীলংকার বিপক্ষে হারের বন্ধ্যাত্ব ঘোচাকে চান তিনি।
মোমিনুল বলেন, ‘মিরপুর সবসময় ফল দেয়। আমি মনে করতে পারছি না, এটি কবে ফল হয়নি। এখানে ভালো বোলিং এবং ব্যাট করতে হবে আমাদের। টেস্ট জেতার জন্য আমরা ইতোমধ্যেই পরিকল্পনা করে রেখেছি।’
দলগত খেলার উপর জোর দিয়ে মোমিনুল জানান, বাংলাদেশ দল হিসেবে খেললে জয়ের সুযোগ অনেকখানি বেড়ে যায়।
মোমিনুুল বলেন, ‘শুধুমাত্র কিছু ব্যক্তিগত বুদ্ধিমত্তার মাধ্যমে একটি টেস্ট খেলা জিততে পারবেন না। আপনাকে একটি দল হিসাবে খেলতে হবে এবং পুরো ১৫টি সেশনে আধিপত্য বিস্তার করতে হবে। যদি একটি সেশন খারাপ হয়ে যায়, তবে সেটাই  ম্যাচ হারের জন্য যথেষ্ট।’
তিনি আরও বলেন, ‘আশা করি, আমরা দল হিসেবে খেলতে পারবো এবং আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমরা ম্যাচটি জিততে মুখিয়ে আছি।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ফরম্যাটে খেলতে চান না সাকিব