ভিতরে

এভারেস্ট প্রিমিয়ার লিগে ৩০ বলে তামিমের ৪০ রান

নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজের তৃতীয় ইনিংসে ৩০ বলে ৪০ রান করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। 
আজ টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে তামিমের দল ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের প্রতিপক্ষ ছিলো চিতওয়ান টাইগার্স। ম্যাচে ৬ উইকেটে জিতে তামিমের দল ভাইরাহাওয়া। 
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় টাইগার্স। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রান করে টাইগার্স। আফগানিস্তানের দুই খেলোয়াড় করিম জানাত ৩৫ ও মোহাম্মদ শাহজাদ ৩২ রান করেন। 
জবাবে দলকে উড়ন্ত সূচনা দেন ভাইরাহাওয়ার দুই ওপেনার তামিম ও নেপালের প্রদীপ আইরি। ৬৫ বলে ১০৬ রানের জুটি গড়েন তারা। এরমধ্যে ৪০ রান অবদান ছিলো তামিমের। ৫টি চার ও ১টি ছক্কা মারেন তামিম। ৪৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় দলের জয়ে অবদান রাখেন আইরি। ৩৯ রানে অপরাজিত থেকে ভাইরাহাওয়ার জয় নিশ্চিত করেন শ্রীলংকার উপুল থারাঙ্গা। 
এবারের আসরে প্রথম ম্যাচে বৃষ্টির কারনে ব্যাট করতে পারেননি তামিম। পরের দুই ম্যাচে ১২ ও ১৪ রান করেন তিনি। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইংলিশ প্রিমিয়ার: রোমঞ্চকর ম্যাচে ড্র করেছে ম্যানসিটি ও লিভারপুল, জয় পেয়েছে নুনো’র স্পার্স

পিএসজিতে প্রথম হারের স্বাদ পেলেন মেসি