ভিতরে

প্রথম ডোজ টিকা গ্রহণকারী আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবে আগামীকাল

করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা গ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্সের  আবাসিক শিক্ষার্থীরা আগামীকাল থেকে হলে উঠতে পারবে।
আজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে থেকে নিজ নিজ হলে শিক্ষার্থীরা উঠতে পারবে।
এতে বলা হয়, যে সব শিক্ষার্থীরা করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে দেখিয়ে হলে উঠতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল সকাল ১০টায় বিজয় একাত্তর হল এবং সকাল  সাড়ে ১০ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করবেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী অনুষ্ঠান

ফুমিও কিশিদা জাপানের নতুন প্রধানমন্ত্রী