ভিতরে

কোলকাতার জয়ে অনেক বড় ভূমিকা রেখেছে সাকিব : মরগান

অবশেষে ৯ ম্যাচ পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
চর্তুদশ আসরের প্রথম ৩ ম্যাচ খেলেছিলেন কোলকাতা নাইট রাইডার্সের সাকিব। এরপর ডাগ-আউটেই বসেছিলেন তিনি। নয় ম্যাচ বসে থাকার পর গতরাতে কোলকাতার ১৩তম ম্যাচে একাদশে সুযোগ হয় সাকিবের।
আসরে নিজের চতুর্থ ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করলেন সাকিব। ৪ ওভার হাত ঘুড়িয়ে ২০ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ১টি রান আউটও করেছেন সাকিব। আর এ ম্যাচে ৬ উইকেটে ম্যাচ জিতে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে কোলকাতা। ব্যাট হাতে নামার আগেই কোলকাতার জয় নিশ্চিত হয়ে যায়।
ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করেছেন কোলকাতার অধিনায়ক ইংল্যান্ডের ইয়োইন মরগান। তিনি বলেন, ‘বিশাল (সাকিব)। সাকিবের মতো এত অভিজ্ঞ একজন আন্তর্জাতিক তারকাকে ডাকতে পারার গভীরতা ও শক্তি স্কোয়াডে থাকা মানে তা বিরাট বিলাসিতা। ম্যাচে সে অনেক বড় ভুমিকা  রেখেছে।’
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে কোলকাতা। রাজস্থানের হয়ে খেলছেন মুস্তাফিজ। তাই ঐ ম্যাচে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের দুই তারকা সাকিব ও মুস্তাফিজ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

পিসিবি কর্তাদের কড়া নির্দেশ দিলেন রমিজ

ইংলিশ প্রিমিয়ার: রোমঞ্চকর ম্যাচে ড্র করেছে ম্যানসিটি ও লিভারপুল, জয় পেয়েছে নুনো’র স্পার্স