ভিতরে

ভারতকে ঘরের মাঠে হারানো টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের চেয়েও কঠিন হবে : কনওয়ে

এ বছরের শেষের দিকে ভারত সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে  স্বগতিকদের  হারানোটা  কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ে। 
তিনি জানান, ভারতকে ঘরের মাঠে হারানো টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের চেয়েও কঠিন হবে। নিজ মাঠে ভারতকে টেস্ট সিরিজে হারানোটা বড় প্রাপ্তি হবে। 
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নভেম্বরে ভারত সফর করবে নিউজিল্যান্ড। ঐ সফরে তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে কিউইরা। 
আঙ্গুলের ইনজুরি থেকে সুস্থ হয়ে  আবারো ক্রিকেটে ফিরেছেন কনওয়ে। ভারতে টেস্ট জয় তার দলের জন্য বড় লক্ষ বলে জানান তিনি। 
কনওয়ে বলেন, ‘অবশ্যই এটা একটা বড় লক্ষ্য, যা আমরা অর্জন করতে চাই। ইংল্যান্ডের মাটিতে ভারতকে হারানোর চেয়ে তাদের ঘরের মাটিতে হারানো কঠিন কাজ এবং এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাদেরকে হারাতে পারলে, ঠিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো না হলেও, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার।’
৩০ বছর বয়সী কনওয়ে জানান, উপমহাদেশের স্পিন বান্ধব উইকেটে ভালো খেলতে হলে তার ব্যাটসম্যানদের ‘মানসিকভাবে শক্তিশালী’ হতে হবে। তিনি বলেন, ‘উপমহাদেশে ভ্রমন এবং টার্নিং উইকেটে পারফর্ম করা খুবই কঠিন। এখানে আপনাকে মানসিকভাবে খুবই শক্তিশালী হতে হবে, নিজের উপর যথেষ্ট আস্থা রাখতে হবে। নিজের মতো করে খেলার চেষ্টা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনার যদি রান না করার মানসিকতা থাকে, তবে আপনি সফল হতে পারবেন না। আপনার একটা পরিকল্পনা থাকতে হবে এবং সেই অনুযায়ী খেলতে হবে। যদিও এটা খুবই চ্যালেঞ্জিং।’
ভারত সফরের আগে, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দিকে তাকিয়ে আছে নিউজিল্যান্ড। 
ব্যাটিং অর্ডার নিয়ে কনওয়ে বলেন, ‘ শুরুতে আমাদের  মার্টিন গাপটিল আছে এবং টিম সেইফার্টও ভালো করছেন। তিনে মাস্টার কেন উইলিয়ামসকে পেয়েছি। যদি আমি চারে ভালো করতে পারি, তবে দলের জন্য উপকার হবে।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

স্প্যানিশ লা লিগা: অ্যাটলেটিকোর কাছে ২-০ ব্যবধানে হারল বার্সেলোনা

ইংলিশ প্রিমিয়ার: আবারো পয়েন্ট হারালো ম্যানইউ, তালিকার শীর্ষে চেলসি