ভিতরে

কুমিল্লায় যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে

জেলার যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। কাজগুলো সম্পন্ন হলে বদলে যাবে কুমিল্লা। তার মধ্যে উল্লেখযোগ্য কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের ফোর লেনের কাজ। যা সম্পন্নের পথে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলী, পদুয়ার বাজার ও সদর দক্ষিণ উপজেলার সামনে তিনটি আন্ডার পাস নির্মিত হবে। এ ছাড়া ইউলুপ নির্মিত হবে পদুয়ার বাজার এলাকায়। 
সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার সূত্র জানায়, কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত ৫৯ কিলোমিটার ফোর লেনে উন্নীতকরণের কাজ চলছে। কাজ সম্পন্ন হলে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোসহ সারা দেশের মানুষ উপকৃত হবেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া কাজ ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। এটি বাস্তবায়িত হচ্ছে দুই হাজার ৩০ কোটি টাকা ব্যয়ে। কুমিল্লা মোটর  অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল আহমেদ খন্দকার বলেন, কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের ফোর লেনের কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। এতে চালক, যাত্রী সবাই উপকৃত হবেন। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলী, পদুয়ার বাজার ও সদর দক্ষিণ উপজেলার সামনে তিনটি আন্ডার পাস নির্মিত হবে। এ ছাড়া ইউলুপ নির্মিত হবে পদুয়ার বাজার এলাকার হোটেল নূরজাহানের সামনে। এসব স্থানে সম্প্রতি দুর্ঘটনা ও যানজট বেড়ে গিয়েছিল। ৩ কিলোমিটার এলাকায় এসব আন্ডার পাস ও ইউলুপ নির্মিত হওয়ায় দুর্ঘটনা ও যানজট কমবে বলে আশা সড়ক ও জনপথ বিভাগের। সূত্রমতে, সম্প্রতি কুমিল্লার তিনটি আন্ডার পাস ও ইউলুপ নির্মাণের প্রকল্প অনুমোদন হয়। এতে ব্যয় ধরা হয় ৫৬৮ কোটি টাকা। কাজটি ২০২৪ সালের জুনের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বী বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাজ ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত শেষের চেষ্টা চলছে। এদিকে ইউলুপ ও আন্ডার পাস প্রকল্পটি শেষ হলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ধোনিকে সাদা বলে সর্বকালের সেরা অধিনায়ক বললেন শাস্ত্রি

মেঘনা ও তেঁতুলীয়ায় আগামীকাল থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে